
স্টাফ রিপোর্টার : সাহসী সাংবাদিকতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি হিসেবে "মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড" পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের বরেণ্য সাংবাদিক, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু। ৭১ মিডিয়া ভিশনের ১৬ তম বর্ষপূর্তিতে, শুক্রবার বিকালে (২১ জুলাই) ঢাকার অভিজাত হোটেল ৭১' সেন্টারে সেরা অদম্য সাংবাদিক বা 'মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট' শ্রেণিতে সাংবাদিক অপুকে সাউথ এশিয়া বিজনেস পার্টনার শীপ ও ৭১' মিডিয়া ভিশন এই পুরস্কার প্রদান করেন। সংস্থা দু'টি এশিয়া মহাদেশের ৪৯টি সার্বভৌম দেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিকাশে কাজ করে যাচ্ছে। সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ ও ৭১' মিডিয়া ভিশন এক ঘোষণায় জানিয়েছেন, পুরস্কারের জন্য দেশের অনেক মেধাবী ও সাহসী সাংবাদিকের নাম প্রস্তাব করা হয়েছিল। সংস্থা দু'টি আরও জানায়, 'আমরা দেখেছি, মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকরা এখন অবিশ্বাস্য চাপের মুখোমুখি। বিশ্বসহ দেশব্যাপী...
Developed by BDITHOST