নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সন্ধ্যা ৭:৫৯। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

‘সাকিব আন্ডাররেটেড, তবে জাদেজার চেয়ে এগিয়ে’

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত ধাপে আছেন সাকিব আল হাসান। আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনেও কেবল ওয়ানডের দরজা খোলা। দুজনই তিন ফরম্যাটে দীর্ঘ সময় ধরে অলরাউন্ডারের ভূমিকায় ভালো পারফর্ম করে চলেছেন। তবে উভয়ের তুলনায় সাকিবকেই এগিয়ে রাখলেন আরেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

সম্প্রতি সাবেক এই ইংল্যান্ড তারকা ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানেই সাকিব-জাদেজার তুলনামূক বিশ্লেষণের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জবাবে মঈন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। তবে আমার মতে সাকিব খুবই আন্ডাররেটেড (প্রাপ্য মর্যাদা পাননি)। ব্যাটিং-বোলিং দু’দিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।’

আরও পড়ুনঃ  আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও। তিনি অবশ্য দুজনের তুলনামূলক আলোচনায় কাউকে এগিয়ে রাখেননি। ব্যাটিং-বোলিংয়ের আলাদা বিশ্লেষণে তিনি দুজনকে ভিন্ন ক্যাটাগরিতে রেখেছেন। আদিল রশিদের মতে, বোলিংয়ের দিক থেকে সাকিব ওপরে থাকবেন, তবে ব্যাটিংয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

সাকিব-জাদেজাকে নিয়ে এই আলোচনা দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে। ধারাবাহিকভাবে অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে সাকিব দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডে পরিণত হন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট পেয়েছেন।

আরও পড়ুনঃ  বাগেরহাটে আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও

অন্যদিকে, জাদেজা লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিনে ভারতের জন্য অমূল্য। ২০০৯ সালে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ৮৫ টেস্টে ৩৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট শিকার করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।