
বলিউড সুপারস্টার শ্রীদেবী বেঁচে থাকলে ৬০ বছরে পা রাখতেন। ১৩ অগস্ট ‘চাঁদনি’ খ্যাত প্রয়াত এ অভিনেত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে গুগল। এছাড়া কিংবদন্তীর জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। এদিকে সাদাকালো ছবিতে ‘মা শ্রীদেবী’কে স্মরণ করেছে তার বড় মেয়ে জাহ্নবী কাপুর। এ দিন স্মৃতির পাতা থেকে মায়ের একটি সাদাকালো ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম পাতায়। ছবিতে শ্রীদেবী সিনেমার শ্যুটিং সেটে তার মা জাহ্নবীর দিদার কোলে বসে রয়েছেন। সেখানে দীর্ঘ নোটে মায়ের প্রতি নিজের ভালোবাসা উজাড় করে তরুণ প্রজন্মের এই অভিনেত্রী লিখেন, ‘শুভ জন্মদিন মা। আমি জানি সিনেমার সেটে মায়ের সঙ্গে পছন্দের জায়গাগুলোরর মধ্যে এটি অন্যতম ছিল তোমার। আজ তোমার জন্মদিনে আমি যখন কোনও সেটে রয়েছি, নিজেকেও এমন ভাবেই যদি তোমার কোলে দেখতে পেতাম। তাহলে সবাইকে বোঝাতাম ৬০ নয়...
Developed by BDITHOST