নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:০১। ৬ নভেম্বর, ২০২৫।

সাদা শাড়ি-গয়নার ঝলকে এক অন্য জয়া!

নভেম্বর ৫, ২০২৫ ১০:৩১
Link Copied!

অনলাইন ডেস্ক : বয়স যে কখনো এক থমকে যাওয়া সংখ্যা হতে পারে, তা যেন বোঝা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্য নতুন রূপে মেলে ধরেন নিজেকে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। আবারও নিজেকে মেলে ধরেছেন অনবদ্য এক রূপে। কখনো ট্র্যাডিশনাল, কখনো ওয়েস্টার্ন; প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট। সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন তিনি; এবারও তাই হলো, আর দেখা গেল এক নতুন মাত্রায়। সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় যেন দেখা মিলল এক অন্য জয়াকে!

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। একইসঙ্গে ভক্তরাও যেন জয়াকে নতুন করেই দেখলেন। সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী গয়না আর লাবণ্যময় উপস্থিতিতে জয়া যেন ফুটিয়ে তুলেছেন এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবির পটভূমিতেও আছে পুরনো দিনের আসবাব ও সবুজ গাছপালার আবহ- যেন বাঙালি নারীর ঐতিহ্য, আভিজাত্য ফুটে উঠেছে একসঙ্গেই।

তবে শুধু স্টাইল নয়, ছবির আড়ালে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে বোঝা যায়, পরনের এই গয়নাগুলো একটি গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ।

সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে তিনি প্রশংসিত, তেমনি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও জয়ার উপস্থিতি এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা আর কমার্শিয়াল শুটে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে- দুই বাংলার ব্র্যান্ডগুলোর কাছে এক প্রিয় মুখ জয়া আহসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।