
বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের বেশ পরিচিত মুখ সানি লিওন। ইতোমধ্যে অভিনয় ক্যারিয়ারে এক দশক পার করে ফেলেছেন। তবুও তাকে তাড়িয়ে বেড়ায় তার অতীত পরিচয়। একসময় নীল ছবির জগতে নিজেকে জড়িয়ে ফেলেন। তারপর ফিরে আসেন রুপালি জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নীল ছবিতে ঢোকার আগে তার আসল নাম কী ছিল। সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। তিনি জানান, আদতে সানি তার ভাইয়ের ডাকনাম। সানি লিওনের ভাইয়ের নাম সন্দীপ সিং। পরিবারের সকলের কাছে সানি নামেই পরিচিত ছিল সে। সেই নাম ধার করেই এক দশক ধরে নীল ছবির জগত কাঁপিয়েছেন এ অভিনেত্রী। সানি লিওন বলেন, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন নীল ছবির জগতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার...
Developed by BDITHOST