
স্টাফ রিপোর্টার : দেশে প্রথমবারের মতো সাপে কাটা রোগীদের জন্য বিশেষায়িত একটি ওয়ার্ড চালু করা হয়েছে। সাপে কাটায় মৃত্যুর হার কমানো ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এই উদ্যোগ নিয়েছে। হাসপাতালের পুরোনো ক্যানটিনের জায়গায় আটজন পুরুষ ও চারজন নারী রোগীর জন্য মোট ১২ শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের এই বিশেষ ওয়ার্ডটি তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়ার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এখানে সাপে কাটা রোগীদের পাশাপাশি শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা ও অন্যান্য জটিলতারও চিকিৎসা দেওয়া হবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১ হাজার ২০৫ জন সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৬০ জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত ছিলেন। বাকিরা নির্বিষ সাপের কামড়ে এসেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে...
Developed by BDITHOST