
তানোর (রাজশাহী) প্রতিনিধি : শনিবার বেলা ১০ টার দিকে গোদাগাড়ীতে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আমিনুল হকের কবর জিয়াত করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে ইটের দেয়ালে লেগে মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, তার অবস্থা এখন আশংকা মুক্ত। উল্লেখ্য, শনিবার বেলা ১০ টায বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাপাই নবাবগঞ্জে প্রোগ্রামের যাওয়ার পথে গোদাগাড়ীস্থ সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর মরহুম ব্যারিষ্টার আমিনুল...
Developed by BDITHOST