নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:০৩। ৮ সেপ্টেম্বর, ২০২৫।

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:১৮
Link Copied!

অনলাইন ডেস্ক : সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আরও পড়ুনঃ  রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিবকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  মিষ্টি হাসিতে নজর কাড়লেন মিম

এদিকে ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীতে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজধানাীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।