নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৬:২১। ১৯ মে, ২০২৫।

সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাবিতে মশাল মিছিল

মে ১৯, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারেরর দাবিতে মশাল মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে মশাল মিছিলটি বের করা হয়।

আরও পড়ুনঃ  কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী কে এই অনিতা আনন্দ

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হত্যা মামলা তদন্তে গাফিলতির অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানান ছাত্রদল নেতারা। পাশাপাশি মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  জুম্মার নামাজের পর জবি শিক্ষার্থীদের গণঅনশনের ঘোষণা

সমাবেশে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, সাম্য হত্যা মামলা তদন্তে বারবার গাফিলতি করছে প্রশাসন। অবিলম্বে সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে আন্দোলনের মাধ্যমে রাজশাহীর সাথে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।