
অনলাইন ডেস্ক : ভূমিকম্পনে রাজধানীর বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে মুহূর্তেই ঝরে গেল তিনটি প্রাণ। নিহতরা হলেন হাজি আব্দুল রহিম (৪৭) এবং তার ছেলে মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় প্রাণ হারান সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। রাফির মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর মুগদার মদিনা বাগেও একই রকম মর্মান্তিক ঘটনা ঘটেছে। নির্মাণাধীন ভবনের রেলিং ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। রাজধানীর বাইরে চিত্র আরও হৃদয়বিদারক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে এক বছরের শিশু ফাতেমা মারা যায়। আহত হয়েছেন তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে। রূপগঞ্জ থানার ওসি...
Developed by BDITHOST