
রেজাউল করিম সিদ্দিকী : সর্বশেষ আদমশুমারীর হিসাব অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৭ কোটি, এর ৯১% এরও বেশি মুসলমান। সারাদেশে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদের সংখ্যা ৩ লক্ষেরও বেশি যার অধিকাংশই স্থানীয় মুসল্লী ও ব্যক্তিগত বা সামাজিক উদ্যোগে নির্মিত। এসব মসজিদের পরিচালনা স্থানীয় লোকজন নিজেরাই করে থাকেন। এসব মসজিদে কর্মরত ইমাম মোয়াজ্জিনগণ সমাজে যথেষ্ট সম্মানীয় এবং যথেষ্ট প্রভাবসম্পন্ন। সমাজের সাধারণ মানুষ তাদেরকে যথেষ্ট সম্মান করে এবং তাদের দ্বারা সহজে প্রভাবিত হয়। একারণে স্বাস্থ্য, সেমিটেশন, শিক্ষাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টিতে তাদের যথেষ্ট কার্যকর ভূমিকা রয়েছে। ধর্মচর্চার পাশাপাশি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে তারা এসব কাজ করে থাকেন। সরকারি বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে তারা কার্যকর ভূমিকা পালন করে থাকেন। শুধু ধর্মীয় উপাসনা নয় বিভিন্ন সামাজিক ইস্যুতে ইমাম মোয়াজ্জিনদের ভূমিকা সমাজের...
Developed by BDITHOST