নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১০:৫১। ২৪ জানুয়ারি, ২০২৬।

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৩৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে রাজধানীর মিরপুর ও আগারগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ না খেললে যে আর্থিক ক্ষতি হবে বাংলাদেশ ও আইসিসির

বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, ধাপে ধাপে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে গোটা দেশে ৩৭ হাজার বিজিবি সদস্য একযোগে নির্বাচন ও গণভোটের মাঠে নিরাপত্তার ডিউটি করবে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের ৪ হাজার ৪শ ২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপে সব দলের অংশগ্রহণ নিয়ে যা বললেন উইলিয়ামসন

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (আরএপি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।