নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:০৯। ১২ নভেম্বর, ২০২৫।

সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে সাদমানের যে আলোচনা হয়েছিল

নভেম্বর ১২, ২০২৫ ৮:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : নিজের ব্যাটিংকে আরো শাণিত করার জন্য বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে অনুশীলন করেছিলেন সাদমান ইসলাম। মূলত অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি ঘণ্টায় ২৫০ ডলার খরচ করে অনুশীলন করেছিলেন। তখন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বেশ।

সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাদমান। ওপেনিংয়ে নেমে ৮০ রান করেন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহের সঙ্গে সেই অনুশীলনের বিষয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

সাদমান বলেন, ‘ওখানে (সিডনি) যাওয়ার কারণ হচ্ছে, ওদের কন্ডিশন বোঝার চেষ্টা করা। সিডনি যেরকম পিচ, তা দেখার জন্যই যাওয়া। তিনি (হাথুরু) ছাড়া ওখানে যাওয়ার সুযোগ ছিল না, সেই কারণেই তার কাছে যাওয়া হয়েছে। ওখানে গিয়ে তেমন কোনো টেকনিক্যাল কাজ করা হয়নি। শুধু তার সঙ্গে কথা বলেছি— কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে বড় ইনিংস গড়া যায়, কীভাবে খেলার ধরন বদলানো যায়। এগুলো নিয়েই আলোচনা হয়েছে।’

সিডনিতে হাথুরুসিংহের সঙ্গে টেকনিক্যাল কাজ হয়েছিল কিনা প্রশ্নে সাদমান বলেন, ‘না, না, এরকম কিছু হয়নি। মূলত যে অনুশীলনটা করা হয়েছে, আবহাওয়ার কারণে তা ইনডোরেই। বাইরে বৃষ্টি ছিল, রোদ পাওয়া যাচ্ছিল না, তাই বেশিরভাগ প্র্যাকটিস ইনডোরেই করেছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।