
বিনোদন ডেস্ক : নাটকের অতি পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। এক দশক আগে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পর ইচ্ছে ছিল সিনেমায় নিয়মিত হওয়ার। কিন্তু পরবর্তীতে তা আর হয়ে ওঠেনি বিরূপ অভিজ্ঞতার কারণে। বরাবরই নাটকের ছোট পর্দা থেকে সিনেমার বড় পর্দার প্রতিই বেশি আগ্রহ ছিল তার। ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেয়ে যান আকরাম খানের ‘ঘাসফুল’ ছবিতে। এরপর বেশ কিছু সিনেমার প্রস্তাব পেলেও নিয়মিত হননি বড় পর্দায়। এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘সিনেমায় অনেক প্রস্তাব পেলেও স্বপ্নটা এগিয়ে নিতে পারিনি। তখন মনে হয়েছে, ওই সময়টাতে ওই জায়গা আমার জন্য নয়। যে কারণে প্রস্তাব গ্রহণ করিনি। আমার বড় পর্দার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেসব প্রস্তাব নিতে পারছিলাম না। সেই কারণে আমার মন খারাপ ছিল।’...
Developed by BDITHOST