
স্টাফ রিপোর্টার : সিপাইপাড়া যুব সংঘের উদ্যোগে সিপাইপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। রাজশাহীতে ফুটবল, হকি, ক্রিকেট একাডেমি রয়েছে। সেখানে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, খেলায় হারজিত থাকবে, তবে অংশগ্রহণই বড় কথা। এ ধরণের আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলায় খুবই আন্তরিক। তাঁর আন্তরিকতার ফলে দেশে ক্রীড়াঙ্গনের আসরে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রয়েছে। শেখ কামাল যুব গেমসসহ বিভিন্ন বড় বড়...
Developed by BDITHOST