স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ইউনিসেফের আর্থিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গার্লস গাইড এবং স্কাউট সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বিশ্বে ইপিআই কর্মসূচিতে বাংলাদেশ অন্যতম সফল দেশ। টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে যে ভয়ের কথাগুলো আসছে তা ছাপিয়ে আমরা সফল হবো। এ বিষয়ে আমরা সচেতন আছি। করোনার টিকাদানের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় করোনার টিকাদান বাংলাদেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। টাইফয়েড টিকাদানের ক্ষেত্রেও আমরা সফল হবো। এ কাজে গার্লস গাইড ও স্কাউটদের মতো স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, টাইফয়েড একটি পানিবাহিত রোগ। আমাদের দেশে টাইফয়েড রোগে মৃত্যুবরণকারী ৬৮ শতাংশই ১৫ বছরের কম...
Developed by BDITHOST