
তথ্যবিবরণী : রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীর বাঁধের নাম ক্রসবার। এই ক্রসবারের উপকারভোগ করছে প্রায় সাড়ে ৬ লাখ মানুষ। ক্রসবার হওয়ার আগে নদী ভাঙ্গণে এই এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে এক সময় দূর্বিসহ জীবন যাপন করত। মানুষের দুঃখকে লাঘব করতে সরকার এ এলাকায় ক্রসবার তৈরির উদ্যোগ গ্রহণ করেণ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সেস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় জুলাই ২০১৩ থেকে শুরু হয়ে জুন ২০১৭তে গিয়ে প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্পের ব্যয় হয় ২৪৫২৪. ৬০ লাখ টাকা। এ প্রকল্পটিকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। ক্রসবার-১ যার প্রতিরক্ষামূলক দৈর্ঘ্য হচ্ছে ১৩৬৮ মিটার, ক্রসবার-২ যার প্রতিরক্ষামূলক দৈর্ঘ্য ১০৫৭, ক্রসবার-৩ যার প্রতিরক্ষামূলক দৈর্ঘ্য ১৭৯৮, ক্রসবার-৪ যার প্রতিরক্ষামূলক দৈর্ঘ্য ১০৮০ মিটার। এ প্রকল্পের উদ্দেশ্য ছিল ড্রেজড স্পয়েল দ্বারা নির্মিত চারটি...
Developed by BDITHOST