
ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়া ক্ষেত্রে যখনই ভারতের জয়লাভ করেছে বাংলাদেশ, তখনই জয়ের আনন্দ অতিমাত্রা ছাড়িয়ে যায়। টেকনাফ থেকে তেতুলিয়া সবখানেই পৌঁছে যায় সেই আনন্দ। রোববার তেমনই এক উপলক্ষ্য এনে দিয়েছেন বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে বাংলাদেশ দল। এর আগে টি-টোয়েন্টি ম্যাচে জয়ের অভিজ্ঞতা থাকলেও, ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। লো-স্কোরিং ম্যাচে ডি/এল মেথডে ৪০ রানে জয় পেয়েছে জ্যোতি-ফারজানারা। মিরপুর শের-ই বাংলা থেকে টাইগ্রেসদের এ জয়ের আনন্দ ছড়িয়েছে পুরো দেশব্যাপী। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন ভালো করলে দায়িত্ব আরো বেড়ে যায়। জ্যোতি বলছিলেন, 'অবশ্যই মেয়েরা অনেক বেশি রোমাঞ্চিত ছিল কিন্তু আমি বলেছি যে, না আসলে শেষ হয়নি এখনও। কারণ...
Developed by BDITHOST