
অনলাইন ডেস্ক : দিনের প্রথম ওভারেই উইকেট নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিল বাংলাদেশ। এমন শুরুর পর প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি টাইগাররা। পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেলের জোড়া ফিফটিতে বড় রানের ভিত পায় আইরিশরা। তবে শেষ বিকেলে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। হাসান মুরাদ-মেহেদি মিরাজের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, 'নাহিদের সাথে বোলিং করে আমি খুবই আনন্দ পাই। সে অনেক দ্রুত বোলিং করে, আমিও একটু ইন্সপায়ার্ড হই ওর থেকে। আর আমি চেষ্টা করি যে জুটি বেঁধে বোলিং করার। সে যখন বোলিং করে তাকে আইডিয়া দেয়া বা তার কাছ থেকে আইডিয়া নেয়া যে কি কন্ডিশন এখন উইকেটের পরিস্থিতি কেমন, কোন জায়গায় বোলিং করাটা সবচেয়ে ভালো, কোন লেংথটা পিক করতে হবে।'...
Developed by BDITHOST