নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:৫৭। ৩০ জুলাই, ২০২৫।

সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাড়ল সতর্কতা

সেপ্টেম্বর ২, ২০২৪ ৫:০৭
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অস্থির রাজনীতির সুযোগ নিয়ে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন বন্দি জেল থেকে মুক্তি পেয়েছে। এর ফলে ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে নতুন করে আতংক তৈরি হয়েছে। যার কারণে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাড়তি সতর্কতা নিয়েছে দেশটি।

সোমবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ভারতীয় গোয়েন্দারা বিশ্বাস করেন আল-কায়দা ও লস্কর-ই-তইবার সঙ্গেও যোগাযোগ রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের। এমনকি আসামে সম্প্রতি এ দলেও সদস্য গ্রেপ্তার হয়েছে এবং ত্রিপুরা পুলিশের হাতেও ধরা পড়েছে সংগঠনটির স্লিপার সেলের সদস্যরা।

আরও পড়ুনঃ  সুনামি : উপকূলের ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

ভারতীয় গোয়েন্দাদের দাবি, আটককৃতদের জেরা করে জানা গেছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সাথে হাত মিলিয়ে ভারতে নাশকতা চালানোর ছক করছে এবিটি। আর তাই বাড়তি সতর্কতা নিয়েছে দেশটি।

আরও পড়ুনঃ  বিহারে অসুস্থ তরুণীকে অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণ

ভারতের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে যাচাই-বাছাই ছাড়া যে ভাবে বন্দিরা মুক্তি পাচ্ছে, তাতে চিন্তা বাড়ছে দিল্লির। ভারতের আশঙ্কা, নতুন করে বাংলাদেশের মাটি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে পারে। এছাড়া দেশটির কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকেই কড়া হাতে জঙ্গিবাদ দমন করা না হলে ফের অশান্ত হয়ে উঠতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।