নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১২:১১। ১৪ অক্টোবর, ২০২৫।

সীমান্তে কড়া নজরদারি, অস্ত্রপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

অক্টোবর ১৩, ২০২৫ ১১:২৪
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশ ও দেশের শাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে ভারত থেকে অস্ত্র ও গোলা-বারুদ প্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল বৃদ্ধি ও কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেসব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের ভোটার গাইডলাইন প্রকাশ

বিজিবির ৫৩ ব্যাটালিয়ন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন সীমান্তে যে কোনো অপতৎপরতাসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গত নয় মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অপতৎপরতার অভিযোগে ৫০১ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬০ কোটি টাকার অস্ত্র-গোলাবারুদ, মাদকসহ অন্যান্য অবৈধ মালামাল।

আরও পড়ুনঃ  সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, উত্তর-পশ্চিম রিজিয়নের সীমান্ত সুরক্ষায় ছয়টি নতুন বর্ডার আউটপোস্ট ও বিওপি স্থাপন করেছে বিজিবি। এসব বিওপির মাধ্যমে সীমান্তে টহল ও নজরদারী আগের চেয়ে বেগবান হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।