চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দেশ ও দেশের শাসন ব্যবস্থা সুরক্ষিত রাখতে ভারত থেকে অস্ত্র ও গোলা-বারুদ প্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল বৃদ্ধি ও কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেসব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়ন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন সীমান্তে যে কোনো অপতৎপরতাসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গত নয় মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অপতৎপরতার অভিযোগে ৫০১ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬০ কোটি টাকার অস্ত্র-গোলাবারুদ, মাদকসহ অন্যান্য অবৈধ মালামাল।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, উত্তর-পশ্চিম রিজিয়নের সীমান্ত সুরক্ষায় ছয়টি নতুন বর্ডার আউটপোস্ট ও বিওপি স্থাপন করেছে বিজিবি। এসব বিওপির মাধ্যমে সীমান্তে টহল ও নজরদারী আগের চেয়ে বেগবান হয়েছে।