
অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে সুড়ঙ্গের ভেতর আটকে আছেন সশস্ত্র গোষ্ঠী হামাসের ১০০ থেকে ২০০ যোদ্ধা। গত মাসে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলেও এসব যোদ্ধা বের হতে পারেনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে, ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন রাফাতে যেসব হামাস যোদ্ধা আটকে আছেন তাদের ছেড়ে দিতে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমটিকে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক গত বুধবার এ তথ্য জানান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব যোদ্ধার মাধ্যমে তার পাইলট প্রকল্প চালু করতে যান। যেখানে হামাস যোদ্ধারা তাদের অস্ত্র জমা দেওয়ার মাধ্যমে গাজা ছাড়তে পারবে। অস্ত্র জমা দিলে তাদের কোনো ধরনের ক্ষতি করা হবে না। মার্কিনিদের প্রস্তাব অনুযায়ী— হামাস যোদ্ধারা তাদের অস্ত্র কিরাত গাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বেসামরিক-সামরিক সরকারের কো-অর্ডিনেশন সেন্টারে জমা দেবে।...
Developed by BDITHOST