নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:০৮। ২২ অক্টোবর, ২০২৫।

সুপার ওভারেও পারল না টাইগাররা

অক্টোবর ২১, ২০২৫ ৯:৪৬
Link Copied!

অনলাইন ডেস্ক : মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা গড়ায় সুপার ওভারে, এই সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজ সমতায় ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে।

এদিন আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের টার্গেট দিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান করে উইন্ডিজ। আর তাতে করেই খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারের নিয়মে আগে ব্যাট করতে আসে উইন্ডিজ, আর বল হাতে আক্রমণে আসেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

সুপার ওভারে উইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে আসেন শাহী হোপ ও শেরফান রাদারফোর্ড, প্রথম বলে ১ রান নিয়ে পিচ পরিবর্তন করে হোপ। ওভারের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরে রাদারফোর্ড।

শেষ পর্যন্ত বাকি চার বল খেলে যোগ করে আরও ৯ রান। ১ ওভারে তারা তুলে নেয় ১০ রান। সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন হয় ১১ রানের।

১১ রানের জবাবে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে মাঠে আসেন সাইফ হাসান ও সৌম্য সরকার। বিনা বলে ফ্রি ৩ রান পেয়েও কাজে লাগাতে পারল না টাইগাররা।

বড় র্শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরে সৌম্য সরকার, সৌম্য আউট হলে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৫রান , শেষ পর্যন্ত ২ বল খেলে ৩ রানের বেশি করতে পারেনি টাইগাররা। এতে ১ রানের পরাজয়েরি শিকার হয় মেহেদী মিরাজের দল।

এই জয়ে চলতি সিরিজের ১-১ সমতায় ফেরাল উইন্ডিজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।