
স্টাফ রিপোর্টার: সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ত্রৈমাসিক সভা সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সভায় বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিধি ও সাংবাদিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. মো: মোকছেদ আলী সভায় সভাপতিত্ব করেন। জি এস এম জাফরউল্লাহ্ বলেন, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমেই আমাদের ভালো ব্যবহার করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা যেন খুব সহজে সেবা প্রদান করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ জনগণকে সেবা দিব- এই ব্রত যদি আমরা সবাই মেনে চলি তবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট গভর্নেন্স তৈরি করতে...
Developed by BDITHOST