নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৮:৫৭। ১৬ মে, ২০২৫।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের সম্মেলন

নভেম্বর ১৮, ২০২২ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, শাহ মখদুম, মতিহার ও চন্দ্রিমা থানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

সম্মেলনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ এক্তারের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার। মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ প্রমুখ।

আরও পড়ুনঃ  দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী মহানগরীর ৫টি থানার কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে বোয়ালিয়া থানার সভাপতি মোছা. রেশমা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রাজপাড়া থানার সভাপতি তাসনিকা শাপলা , সাধারণ সম্পাদক লিটন দাস, শাহ মখদুম থানার সভাপতি মোছা. সুরভী , সাধারণ সম্পাদক সুমন হোসেন, মতিহার থানার সভাপতি মো. হাসানুজ্জামান , সাধারণ সম্পাদক রানা ইসলাম, চন্দ্রিমা থানা সভাপতি হাফিজা খাতুন হ্যাপি ও সাধারণ সম্পাদক চাম্পা বেগম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।