অনলাইন ডেস্ক : ভারতের অধিনায়ক হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত ২ হাজার রান করেছেন, এমন ভারতীয় ক্রিকেটারের সংখ্যা মাত্র সাতজন। তাদের মধ্যে শীর্ষে উঠে এলেন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার েখন গিল। যেখানে তার মোট রান হল ২৭৫০। তিনি টপকে গেছেন ঋষভ পান্তকে। এই ইনিংস খেলার পথে অধিনায়ক হিসেবে ১ হাজার রান পূর্ণ করেছেন গিল। টেস্ট অধিনায়ক হিসাবে তার সংগ্রহ ৯৩৩। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে করেছেন ১৭০ রান। ফলে অধিনায়ক হিসাবে তার মোট সংগ্রহ এখনও পর্যন্ত ১১০৩ রান। দেশের তৃতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসেবে...
Developed by BDITHOST