
অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। নারী ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়ায় সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন জেমিমা। নারী ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে নবম সেঞ্চুরি এসেছে জেমিমার ব্যাট থেকে। তবে গতকাল বৃহস্পতিবার সেঞ্চুরি করে বিশ্বকাপের ৫৩ বছরের ইতিহাসে রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার। যা এর আগে কেউ করতে পারেননি। নকআউট পর্বে রান তাড়া করতে নেমে প্রথম সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট। কিন্তু ২০২২ সালের ফাইনালে তার ১৪৮ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। জেমাইমার ১২৭ রানের ইনিংস সেমিফাইনালে ভারতকে জয় এনে দিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপের নকআউট পর্বে সফল রান তাড়া করার ক্ষেত্রে প্রথম শতরানকারী হলেন ভারতীয় এই ব্যাটার। ব্রান্ট এবং জেমিমা ছাড়া আর কেউ বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয়...
Developed by BDITHOST