অনলাইন ডেস্ক : সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ দল। দিনের শুরুতে এদিন ১৪ রানের ব্যবধানে আয়ারল্যান্ডের বাকি ২ উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। এরপর ব্যাট করতে নেমে সারাদিনই আধিপত্য দেখায় তারা।
আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে ১ উইকেটে ৩৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এদিন ২০ রানের আক্ষেপে পুড়েছেন সাদমান ইসলাম। ফিরেছেন ৮০ রান করে। সংবাদ সম্মেলনে এসে জানালেন, আক্রমণাত্মক ব্যাটিংয়ের কোনো পরিকল্পনা ছিল না তার।
এ প্রসঙ্গে সাদমান বলেন, ‘এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি আর জয় কথা বলছিলাম, যেরকম বল বা উইকেট আমাদের যেমন সাপোর্ট করে বা সকালে যখন ব্যাটিংয়ে নেমেছি তখন ওইরকম সহায়তা ছিল না। আমরা বাউন্ডারি বলগুলো কাজে লাগিয়েছি যার কারণে হয়ত শুরুতে স্কোরটা এত ভালো আসছে।’
এদিন ওপেনার মাহমুদুল হাসান জয় ২৮৩ বলে ১৬৯ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। সাদমান আশাবাদী, জয় ইনিংস আরও বড় করতে পারবেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ জয় অনেক সুন্দর ব্যাটিং করছে, এখনো জয় আছে। আশা করি, দোয়া করি জয় যাতে আরও বড় বা ভালো একটা স্কোর আমাদের দিতে পারে।’
পরে সাদমান নিজের সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে বলেছেন, ‘অবশ্যই, সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছেন ওইটা নিয়েই…। আমি চেষ্টা করব যদি পরবর্তীতে এরকম জায়গায় থিতু হতে পারি এবং চেষ্টা করব (ইনিংস) বড় করার।’

