
স্টাফ রিপোর্টার: সপ্তাহে ১ হাজার ৩৫০ টাকার কিস্তি মাইনুজ্জামান সেন্টুর। ওষুধ আর অক্সিজেন নিয়ে তাঁর নিজের জন্য খরচ প্রতিদিন আরও ৬০০ টাকা। তাই কাজ না করে বাড়িতে বসে থাকার সুযোগ নেই। গত শুক্রবার রিকশার সামনে অক্সিজেনের সিলিন্ডার তুলে নলটা লাগিয়ে নিয়েছিলেন মুখে। অসুস্থ শরীর নিয়ে তারপর শুরু করেন রিকশা চালানো। এভাবে দুই দিন রিকশা চালান। কিন্তু পরে আর পারেননি। অসুস্থতার কারণে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। এরমধ্যেই মুখে অক্সিজেনের নল লাগিয়ে রিকশা চালানোর ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এরপর রাজশাহীর এই রিকশাচালকের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে সেন্টুকে দেখে এসেছেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। তিনি রিকশাচালক সেন্টুর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিয়েছেন। এছাড়া অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দেওয়াসহ সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন। রিকশাচালক সেন্টুর বাড়ি রাজশাহী নগরীর...
Developed by BDITHOST