
রাবি প্রতিনিধি : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ টি ক্লাবের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব সেরা ক্লাব অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ এওয়ার্ড পেয়েছে। আয়োজকরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি অলাভজনক বিজ্ঞানপ্রেমী সংগঠন। বিজ্ঞান চর্চা চলমান রাখার উদ্দেশ্যে রাবি সায়েন্স ক্লাব ধারাবাহিকভাবে বিজ্ঞানমেলা, ওয়ার্কশপসহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে আসছে সৃষ্টিলগ্ন থেকে। এরই ধারাবাহিকতায় রাবি সায়েন্স ক্লাব সেরা ক্লাব এওয়ার্ড অর্জন করে। তারা আরও জানান, YCI Leadership Award এর জন্য ৩০০ টি বিশ্ববিদ্যালয় ক্লাব নমিনেশন জমা দেওয়ার পর ভিডিও প্রেজেন্টেশন, অনলাইন ভোটিং এবং সর্বশেষ জুরি বোর্ড এর সামনে ভাইভা প্রদানের পর সেরা ২৫ টি বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যে স্থান করে নেয় ‘Rajshahi University Science Club – RUSC’ এবং সর্বশেষে সেরা ক্লাব হিসেবে...
Developed by BDITHOST