নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:২৭। ১০ সেপ্টেম্বর, ২০২৫।

সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী

সেপ্টেম্বর ১০, ২০২৫ ৫:৩৫
Link Copied!

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলদেশে তরুণ কলাম লেখক ফোরাম,জবি শাখার উদ্যোগে সিএসই বিভাগের ভিসি রুমে লেখক সম্মেলন ও নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেরা ১৭ জন শিক্ষার্থী পেয়েছেন সেরা লেখক সম্মাননার পুরস্কার।

বুধবার এ সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

আরও পড়ুনঃ  নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ৮নং ওয়ার্ড কমিটি গঠন

অনুষ্ঠান সেরা লেখক পুরস্কার অর্জন করেন জবি শিক্ষার্থী সোহানুর রহমান,‎মাইসা ফাহমিদা ইসলাম,সাদিয়া সুলতানা রিমি,‎হেনা শিকদার,‎মিশকাতুল ইসলাম মুমু,‎ইশতিয়াক হোসেন রাতুল,‎নিশাত বিনতে আনসার,‎গোলাম মাওলা হাবিব,‎মোহাম্মদ রিফাত হোসেন,‎ইতু মনি,‎ইমতিয়াজ উদ্দিন,‎উর্মিলা আক্তার ঝিনুক, ‎‎নাদিরা অর্পা,‎চম্পা আক্তার,‎‎সাবরিনা জাহান,হাবিব উল্লাহ,মোছা:হেপী।

এ সময় সেরা লেখকদের হাতে পুরস্কার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম ও অনুষ্ঠানের বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে ধন্যবাদ জানিয়ে সেরা লেখক পুরস্কার পাওয়া জবি শিক্ষার্থী ইশতিয়াক হোসেন রাতুল বলেন আজ আমি খুবই খুশি।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুনঃ  বরেন্দ্রের পানিসংকট মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই

আরেক সেরা লেখক নিশাত বিনতে আনসার বলেন আমাদের লেখক সত্তার পূর্ণ জাগরণ ঘটিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আমি এবং আমার মত তরুণ লেখকদের জন্য এটা অনেক সম্মানের।

এ সময় সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে লেখা প্রদর্শনী,সেমিনার, ক্যারিয়ার গঠনের ওপর আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বেতন বৃদ্ধির আশ্বাসে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল,জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।