নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১১:৫৪। ৭ জুলাই, ২০২৫।

সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

জুলাই ৭, ২০২৫ ৫:৪৬
Link Copied!

অনলাইন ডেস্ক : এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত হাই-ভোল্টেজ দ্বৈরথে আবারও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখাচ্ছেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি এই আম্পায়ার।

এজবাস্টন টেস্টে অসাধারণ আম্পায়ারিংয়ে এখন প্রশংসা কুড়াচ্ছেন সৈকত। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও দারুণ খুশি সৈকতের আম্পায়ারিংয়ে। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচটিতে বেশ কিছু সঠিক সিদ্ধান্ত দিয়ে নজর কেড়েছেন শরফুদ্দৌলা সৈকত।

আরও পড়ুনঃ  সরকারকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন

ম্যাচে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়। এর মধ্যে মাত্র ২ বার সৈকতের সিদ্ধান্ত বদল করতে হয়েছে। বাকি ৮ বারই সঠিক ছিল। চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন সৈকত। ম্যাচে এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক বার্তা দিয়ে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।’

আরও পড়ুনঃ  ইউক্রেন যুদ্ধ ও ইরান ইস্যুতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ: আলোচনায় শান্তি, অস্ত্র, মধ্যপ্রাচ্য

টেস্টের পঞ্চম দিনে গতকাল (রোববার) ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে সৈকতকে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বইছে প্রশংসার ঝড়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে এলবিডব্লিউ হন স্টোকস। শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না। তবে সুন্দর আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত আউট দেন। স্টোকস বেশ অবাক হন, রিভিউও নেন। টিভি রিপ্লেতে দেখা যায় সৈকতই ছিলেন সঠিক, স্টোকস ছিলেন আউট। এর আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সৈকতের পক্ষে ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।