
নওগাঁ প্রতিনিধি : উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা,জগ দেওয়া ওপাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সময় মতো পযাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট কেটে তা নদী,নালা,খাল,বিল, ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে,নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে। বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বতমানে ভালো পাটের মুল্য এক হাজার ছয় শত টাকা মণ ও নিন্ম মানের পাটের মূল্য এক হাজার দুই শত টাকা দরে বিক্রি...
Developed by BDITHOST