অনলাইন ডেস্ক : চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে এই প্রথম প্রতিপক্ষকে অলআউট করতে ব্যর্থ অস্ট্রেলিয়া। পাঁচ ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের পরও অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। টস জিতে দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলে লাল-সবুজের দল। শেষ দিকে একা লড়াই করে গেলেন সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে। সমীকরণটা এমন, সেমিফাইনালে খেলতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। ভারতের ভিশাখাপত্নমে টস...
Developed by BDITHOST