অনলাইন ডেস্ক : বিনোদন জগতের তারকাদের ফটোশুট নতুন কিছু নয়, প্রায়ই বিভিন্ন পোশাকে নিজেদের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তারা। ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকারও এর ব্যতিক্রম নন। সম্প্রতি তার একটি ভিন্ন ধারার ফটোশুট নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা।
সোহিনী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাকে লাল লেহেঙ্গায় দেখা যাচ্ছে। তবে নজর কেড়েছে তার পোশাকের উপরের অংশ। সম্পূর্ণ উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ কেবল একগুচ্ছ মালা দিয়ে ঢেকেছেন তিনি।
হাতে মেহেদি, বিনুনি করা লম্বা চুলে ফুলের সাজ, সব মিলিয়ে একটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তবে সোহিনীর এই নতুন লুক বেশিরভাগ নেটিজেনের কাছে একেবারেই ভালো লাগেনি। বরং সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মন্তব্য করছেন।
কেউ লিখেছেন, ‘আপনার হাতে কাজ না থাকলে এমন বিচিত্র মেকআপ করে অঙ্গভঙ্গি করেন কেন?’ আবার অন্য একজন মন্তব্য করেছেন, ‘একেবারে শয়তানের দেবী লাগছে দেখতে।’ অনেকে আবার দক্ষিণ ভারতীয় সিনেমার একটি ছবির সঙ্গে তার এই লুকের মিল খুঁজে পেয়েছেন।
সামাজিক মাধ্যমে এই ফটোশুট নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক। প্রায় উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে ছবি তোলার জন্য অনেকেই অভিনেত্রীকে একহাত নিয়েছেন।
প্রসঙ্গত, ছোট পর্দা থেকে অভিনয় জীবন শুরু করা সোহিনী এখন ভিন্ন ধারার সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে পরিচিতি পেয়েছেন। ‘শ্রীকান্ত’, ‘মন্দার’ বা সর্বশেষ ‘অথৈ’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।