Logo
অক্টোবর ১২, ২০২৫, ১২:১৫ পি.এম || অক্টোবর ৭, ২০২৫

সোহেল হত্যা মামলার আসামী আটক

Featured Imageএস এম আব্দুর রহমান,পুঠিয়া : পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামী আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, চারঘাট উপজেলার পশ্চিম ভাটপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজিব আলী (২৯) ও উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের মামুন হোসেন আলমের স্ত্রী সম্পা আক্তার বর্ষা (২২)। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত্রীতে সোহেলকে তার বাড়ি থেকে ও সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে আটক করে পুঠিয়া থানা পুলিশ। পরকিয়ার জেরে ভ্যানচালক সোহেলকে হত্যা করা হয়েছে বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানিয়ে বলেন, আটককৃতরা হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে। হত্যার শিকার সোহেলের বন্ধু রাজিব আলীর সাথে সম্পার পরকিয়ার সম্পর্ক ছিলো। একদিন রাজিব সোহেলের ফোন থেকে সম্পাকে ফোন করে। সম্পার সাথে রাজিবের পরকিয়ার সম্পর্ক সোহেল জানার পর সম্পাকে ব্ল্যাকমেইল করে। সম্পা বাধ্য হয়ে সোহেলের সাথে...

Read More..
Download News