নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:২৩। ১৯ নভেম্বর, ২০২৫।

সৌদির যুবরাজকে বিব্রত করতে এ প্রশ্ন করেছেন— সাংবাদিককে শাসালেন ট্রাম্প

নভেম্বর ১৯, ২০২৫ ৭:১২
Link Copied!

অনলাইন ডেস্ক : সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবারের (১৮ নভেম্বর) এ বৈঠকের পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ওই সময় ২০১৮ সালে হত্যার শিকার হওয়া ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন। এতে ক্ষিপ্ত হন ট্রাম্প। তিনি বলেন আমাদের অতিথিকে (যুবরাজ) ব্রিবত করতে আপনি এমন প্রশ্ন করেছেন।

২০১৮ সালে তুরস্কের সৌদি দূতাবাসে নির্মম হত্যার শিকার হন জামাল। তাকে হত্যার পর মরদেহের বেশিরভাগ অংশ গলিয়ে ফেলা হয়। সৌদি থেকে একটি হিট স্কোয়াড এসে এই হত্যাকাণ্ড ঘটায়। বলা হয়ে থাকে, যুবরাজ সালমানের সরাসরি নির্দেশনায় জামালকে হত্যা করা হয়।

তবে এ হত্যাকাণ্ড সম্পর্কে সালমান কিছু জানেন না বলে দাবি করেছেন ট্রাম্প। এছাড়া জামাল খাসোগিকে ‘অত্যন্ত বিতর্কিত’ হিসেবে অভিহিত করেন তিনি।

সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আপনি যার সঙ্গে কথা বলেছেন, অনেক মানুষ আছে এই ভদ্রলোককে (যুবরাজ) পছন্দ করেন না। আপনি তাকে পছন্দ করুন না আর না করুন, অনেক কিছু হয়, কিন্তু যুবরাজ এ ব্যাপারে (হত্যাকাণ্ড) কিছু জানেন না। এ নিয়ে আর কিছু বলার দরকার নেই। আমাদের অতিথিকে বিব্রত করতে এমন প্রশ্ন করেছেন। এসব প্রশ্নের কোনো দরকার নেই।”

ট্রাম্পের এ মন্তব্য তার নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গেই সাংঘর্ষিক। ২০২১ সালে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন, যুবরাজ সালমান নিজে জামালকে হত্যার নির্দেশ দিয়েছেন।

এদিকে এই সফরে যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন যুবরাজ সালমান।

সূত্র: এএফপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।