নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৪৫। ২ জুলাই, ২০২৫।

সৌন্দর্য বাড়াতে একের পর এক সার্জারি, সে কারণেই কি অকালমৃত্যু শ্রীদেবীর

জুন ১২, ২০২৫ ৭:২৪
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র জগতে এমন অনেক তারকা রয়েছেন, যারা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে বা আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের কসমেটিক সার্জারির সাহায্য নিয়েছেন।

কিন্তু আপনি কি জানেন, এমন একজন কিংবদন্তি অভিনেত্রী আছেন যিনি নিজের চেহারায় ২৯টি অস্ত্রোপচার করিয়েছিলেন? তিনি আর কেউ নন, ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শ্রীদেবী।

চলচ্চিত্র সমালোচকদের মতে, ভারতীয় সিনেমায় শ্রীদেবীর মতো জনপ্রিয়তা আর কোনো অভিনেত্রীর ছিল না। যদিও যৌবনে তার চেহারা ভিন্ন ছিল, তবুও সৌন্দর্য ধরে রাখার জন্য তিনি অসংখ্যবার অস্ত্রোপচারের দ্বারস্থ হয়েছিলেন।

আরও পড়ুনঃ  লাল ওড়নায় শেফালীকে নেওয়া হলো শ্মশানে, কান্নায় ভেঙে পড়লেন মা

জানা যায়, শ্রীদেবীর সৌন্দর্য বর্ধনের এই পরীক্ষা-নিরীক্ষার তালিকায় ছিল লেজার স্কিন সার্জারি, সিলিকন ব্রেস্ট ট্রিটমেন্ট এবং ফেসলিফ্ট-এর মতো বেশ কিছু প্রক্রিয়া।

যদিও তিনি স্বাভাবিকভাবেই সুন্দরী ছিলেন, কিন্তু এই ধরনের অস্ত্রোপচার তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল বলে মনে করা হয়।

আরও পড়ুনঃ  নায়কের মুখে গন্ধ, অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী বিপাশা

সূত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি তার আকস্মিক মৃত্যুর মাত্র কয়েকদিন আগেও তিনি ঠোঁটের একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। শ্রীদেবী তার দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ২৬৯টি ছবিতে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি তার অকাল প্রয়াণ কোটি কোটি ভক্তকে শোকস্তব্ধ করে। সৌন্দর্যের প্রতি তার এই অবিরাম সাধনা এবং ২৯টি অস্ত্রোপচারের কথা আজও চলচ্চিত্র মহলে আলোচনার বিষয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।