নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:৪৩। ২৫ মে, ২০২৫।

সৌম্যকে মুক্তি দিয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড সাকিবের

মে ২৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। দুইবারের চ্যাম্পিয়ন লাহোরকে ফাইনালে তুলেছেন রিশাদ হোসেন, কিন্তু একই সময়ে পুরোদমে ব্যর্থ আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। ব্যাট-বল দুই বিভাগেই তিনি গতকাল (শুক্রবার) চরম হতাশার দিন পার করেছেন। একইসঙ্গে গড়েছেন লজ্জার এক রেকর্ড।

এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক (শূন্য) নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে তাকে মুক্তি দিয়েছেন সাকিব আল হাসান। সবমিলিয়ে ৩২ বার তিনি টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন। ৩১টি ডাক নিয়ে বাংলাদেশিদের মধ্যে সৌম্য আছেন দুইয়ে।

আরও পড়ুনঃ  একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোরের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামেন ১৮ মে। ম্যাচটিতে আগে ব্যাট করতে নামা লাহোরের হয়ে আহমেদ দানিয়ালের প্রথম বলেই বোল্ড হয়ে যান তিনি। বিরক্ত হয়ে স্টাম্পেও প্রায় আঘাত করতে গিয়েছিলেন সাকিব। পরবর্তীতে বল হাতে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। লাহোরের পরের ম্যাচটি ছিল করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর লড়াই। সেদিন বল হাতে ১ ওভারে ৪ রানে ১ উইকেট নিলেও, সাকিবের ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি।

সাকিব যোগ দেওয়ার পর থেকে লাহোরের প্রতিটি ম্যাচই ছিল ডু অর ডাই। হারলেই ছিটকে পড়তে হতো চলমান পিএসএল থেকে। তবে তিন ম্যাচে টানা জিতেই তারা ফাইনালে উঠেছে। চূড়ান্ত ধাপে ওঠার লড়াইয়ে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে শাহিন আফ্রিদির দলটি মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেডের। যেখানে লাহোর ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তোলে। বড় এই পুঁজিতে কোনো অবদানই ছিল না সাকিবের। উল্টো ২ বল খেলে রানের খাতা খোলার আগেই টাইমাল মিলসের বলে ক্যাচ আউট হয়েছেন। ম্যাচে বল হাতেও সাকিব কার্যকরী ছিলেন না। ৩ ওভারে ২৭ রান দিয়েই ছিলেন উইকেটশূন্য।

আরও পড়ুনঃ  যমুনায় প্রবেশ করেছে জামায়াতের প্রতিনিধি দল

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে দীর্ঘ সময় শীর্ষে ছিলেন সৌম্য। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে সৌম্যকে সেখান থেকে কিছুটা স্বস্তি দিয়েছেন। সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

আরও পড়ুনঃ  ১ হাজার ৩৯৬ দিন পর আবার ‘জয়’ পাবে বাংলাদেশ?

এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের সংস্করণে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। শুরুর দিকে থাকা এসব ক্রিকেটার হচ্ছেন– রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো (৩৩), পল স্টার্লিং (৩৩) ও জেসন রয় (৩৩)।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে ২২ বার শূন্য রানে ফিরেছেন ইমরুল কায়েস, ২০ বার তামিম ইকবাল ও ১৯ বার মুশফিকুর রহিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।