নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর সীমান্ত সংলগ্ন গুজিশহর প্রেমতলী গোসাই মেলার নামে চলছে,রমরমা জুয়া অর্ধনগ্ন ও নগ্ন নারীর নৃত্য। মেলাকে কেন্দ্র করে মেলার পার্শ্বেই গড়ে উঠেছে, জমজমাট মাদকের হাট, ভাসমান পতিতাদের পদচারণাও লক্ষ্য করা গেছে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশকে উপেক্ষা করে অঘোষিত ছুটি দিয়ে গুজিশহর উচ্চ বিদ্যালয় চত্বরে তৈরী করা হয়েছে যাত্রাপালা,ভ্যারাইটি শো’র রঙ্গমঞ্চ। ঐতিহ্যবাহী এই গোসাই মেলায় পুতুলনাচ, ভ্যারাইটি-শো যাত্রাপালার নামে চলছে অশ্লীল, অর্ধনগ্ন ও নগ্ন নারীর নৃত্য, বসেছে অসংখ্য জুয়ার আসর। এই সবের সঙ্গে ব্যবসায়ীদের কাছে থেকে টোল আদায়ের নামে করা হচ্ছে রীতিমতো প্রকাশ্যে চাঁদাবাজি। এসব কর্মকান্ডের সময় স্থানীয় থানা পুলিশকেও ঘোরাফেরা করতে দেখা গেছে, এক কথায় বলতে গেলে পুলিশ পাহারায় মেলায় এসব অনৈতিক কর্মকান্ড চলছে এমনটা জানানো হয়। প্রত্যন্ত মফস্বল এলাকায় এ রকম প্রকাশ্যে অশ্লীল কার্যক্রমে...
Developed by BDITHOST