
অনলাইন ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফ্ল্যাট থেকে রহিমা খাতুন (৩০) নামে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী এমরান হোসেনকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট সংলগ্ন একতা টাওয়ারের পঞ্চম তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রহিমা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের কসাই এমরান হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় কসাই এমরান তার স্ত্রী রহিমা ও মেয়ে শারমিনকে নিয়ে একতা টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের বাসায়...
Developed by BDITHOST