ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে স্বামীর হাতে লিপি বেগম (৪৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হলে একপর্যায়ে স্বামী মো. শফিকুল ইসলাম ওরফে কালা (৬১) কোমরে থাকা ছুরি দিয়ে স্ত্রীর গলায় সজোরে আঘাত করে পালিয়ে যান। পরে লিপি বেগমকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নিহত লিপি বেগমের স্বামী মো. শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা...
Developed by BDITHOST