
অনলাইন ডেস্ক : ভারতীয় সিনেমা ‘স্পিরিটে’ দেখা যাবে তৃপ্তি দিমরিকে। বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাদ পড়া চরিত্রে অভিনয় করবেন তিনি। ভাঙ্গার সঙ্গে দিমরির এটি দ্বিতীয় প্রজেক্ট, এর আগে এই পরিচালকের সঙ্গে ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, দীপিকা স্পিরিটে অভিনয় করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন এবং সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন। দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু দীপিকার অন্য দাবিগুলো মানতে পারেননি ভাঙ্গা। দীপিকা চেয়েছিলেন তিনি আট ঘণ্টা কাজ করবেন, সেইসঙ্গে তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতির কথাও জানিয়েছেন তিনি। এসব দাবির কারণেই নাকি ভাঙ্গা বিরক্ত হয়ে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এর পরেই দিমরির এই সিনেমায় যুক্ত হওয়ার খবরটি ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টি-সিরিজ। ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে লেখা হয়, “পর্দার...
Developed by BDITHOST