
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত একটায় উপজেলার মোহনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাজমা খাতুন (৪৫)। তিনি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। ঘটনার পর প্রতিবেশিরা তার স্বামী স্বামী আব্দুর রহিমকে (৪৮) আটক করে পুলিশে দিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘুমিয়ে ছিলেন নাজমা। এ সময় নাজমার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করেন তার স্বামী রহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্রতিবেশিরা নাজমার স্বামী রহিমকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। এ জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত নাজমার ছোট ভাই আরিফ হোসেন...
Developed by BDITHOST