
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে পাঁচ বন্ধু মিলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পর্নো সিনেমা তৈরি করতে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নগরীর চন্দ্রিমা থানা এলাকায়। ওই গৃহবধূ আজ বৃহস্পতিবার দুপুরে চন্দ্রিমা থানায় গিয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি জানান, নগরীর শিরোইল এলাকায় স্বামীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন ওই নারী। ৭ জুলাই বেলা ১১টার দিকে জোর করে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ান স্বামী। পরে রাত ৯টার দিকে কফির সঙ্গে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। এরপর রাতে স্বামীসহ পাঁচজন...
Developed by BDITHOST