নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:২২। ১৪ জুলাই, ২০২৫।

স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি, রাজশাহীর উন্নয়নে ৩৮ দফা দাবি

জুলাই ১৩, ২০২৫ ৮:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নাগরিক অধিকার ও সার্বিক উন্নয়ন দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি বিভাগীয় কমিশনার বরাবর ৩৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেছে। রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—গণশুনানি ছাড়াই রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে তা যৌক্তিক হারে নির্ধারণ, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি এবং অটো-অটোরিকশার নিবন্ধন ফি কমানো, অটোচালকদের ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালু, হকারদের পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখা, ছাত্র-ছাত্রীদের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করা, ইভটিজিং রোধে কার্যকর উদ্যোগ নেওয়া, এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রী ছাউনি, সুপেয় পানি, গণশৌচাগারসহ নাগরিক সুবিধা সম্প্রসারণ।

আরও পড়ুনঃ  ইসরায়েলে যাওয়া ইমামরা ‘মুসলিমদের প্রতিনিধি নয়’ : আল-আজহার বিশ্ববিদ্যালয়

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলা হয়—রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক (অও) বিভাগ চালু করতে হবে। রাজশাহীতে আইটি ভিলেজকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও কৃষিভিত্তিক শিল্পে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবিও জানানো হয়।

স্বাস্থ্যসেবার প্রসারে বন্ধ রেশম ও পাটকল চালু করা, পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল ও রাজশাহীতে হার্ট ফাউন্ডেশন ও ডায়াবেটিক হাসপাতালে সরকারি অর্থ সহায়তার দাবি জানান তারা। এছাড়া, চিকিৎসার বাণিজ্যিকরণ রোধে জাতীয় চিকিৎসানীতি প্রণয়নের দাবি তোলা হয়।

যাতায়াত ও যোগাযোগ অবকাঠামোতে উন্নয়নের জন্য বনপাড়া থেকে সোনামসজিদ পর্যন্ত চারলেন সড়ক, রাজশাহী-সান্তাহার রুটে ডুয়েল রেললাইন ও ব্রড-মিটার গেজের সংযোগ, টিভি রিলে সেন্টারকে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশনে উন্নীতকরণ, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, এবং রাজশাহী শিল্পকলা একাডেমিকে বহুমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব রাখা হয়।

আরও পড়ুনঃ  একদিকে দল পাচ্ছেন না, অন্যদিকে বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন

পাশাপাশি বিগত ১৫ বছরের উন্নয়ন কাজের হিসাব, বিসিক-২-এর প্লট বরাদ্দে স্বচ্ছতা, ভূমি জরিপে ঘুষ-দুর্নীতি বন্ধ, পুকুর ও জলাশয় সংরক্ষণ, মরুকরণ রোধে বৃক্ষরোপণ এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কার ও সংরক্ষণের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, উপদেষ্টা ও ড্যাব জেলা সভাপতি ডা. ওয়াসিম হোসেন, প্রকৌশলী ড. আখতার উজ্জামান, অ্যাডভোকেট জমসেদ আলী, অ্যাডভোকেট মুকুল নবীবুর রহমান ননী, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সুজন, বেলাল হোসেন, মনোয়ার হোসেন বানু, কল্পনা রায়, রবিউল ইসলাম, নুরুল হক, ওলিদুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আবুল বাশার পল্টু।

আরও পড়ুনঃ  ‘মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট’

এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, নাদিম সিনা, শরিফুল ইসলাম, তাসিন খান, সাহিন আলী, সাদিদুল ইসলাম বিপ্লব, তোফাজ্জল হোসেন বাবু, কামরান হাফিজ ইয়ামিন, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মুন, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক মামুন আর রশিদ মামুন এবং ডা. আবিদসহ আরও অনেকে।

বিভাগীয় কমিশনার স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং তা যথাযথভাবে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।