
সংবাদ বিজ্ঞপ্তি : অগ্নিকান্ড ও ভূমিকম্প মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে ব্র্যাক ব্যাংক। ইউরোপীয় ইউনিয়ন, ওয়ার্ল্ড ভিশন, অ্যাকশনএইড, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইউনাইটেড পারপাস-এর সহযোগিতায় দৈনিক সমকাল এই মর্যাদাপূর্ণ পুরস্কারের আয়োজন করে। এমন প্রতিষ্ঠানসমূহকে পুরস্কার প্রদান করা হয়েছে যারা কর্মকর্তাদের কল্যাণকে প্রাধান্য দেয় এবং কর্মক্ষেত্রে তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে। ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর (অব.) ২৩ আগস্ট ২০২৩ ঢাকায় এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি-এর নিকট থেকে পুরস্কারটি গ্রহণ করেন। এই পুরস্কার অর্জন নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর (অব.) বলেন, ”এই পুরস্কার শুধু একটি স্বীকৃতি নয়, নিরাপত্তার প্রতি আমাদের অটল অঙ্গীকারের প্রমাণ।...
Developed by BDITHOST