
স্টাফ রিপোর্টা, দুর্গাপুর: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যাক্ত করেন সাংসদ দারা। এর আগে অফিসার্স ক্লাবের আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও হতদরিদ্র, দুঃস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা। মতবিনিময়কালে সাংসদ দারা বলেন, এর আগেও আমি টানা ১০ বছর এই আসনের সংসদ সদস্য ছিলাম। এখানকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করেছি। আগামীতেও কাজ করতে সকলের সহোযোগিতা অনুপ্রেরণা যোগাবে। আমি আশাবাদী সকলেই নিজ নিজ প্লাটফর্ম থেকে আমাকে সহযোগিতা করবেন।...
Developed by BDITHOST