
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিপণন অধিদফতরের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বেলা ১২টায় কৃষি বিপণন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষি বিপণন অধিদফতরের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় রাজশাহী কৃষি বিপণন অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক শাহানা আখতার জাহান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, যথাযথ বিপণন ব্যবস্থা গড়ে তুলে প্রান্তিক পর্যায়ে কৃষকের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে কৃষি বিপণন অধিদফতর। এছাড়াও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের সাথে সামঞ্জ্যতা বজায় রাখতে কৃষি ব্যবসা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে কৃষি বিপণন অধিদফতর। এক্ষেত্রে কৃষি বিপণন অধিদফতরের নিরলস পরিশ্রমের ফলেই ডিজিটাল বাংলাদেশ...
Developed by BDITHOST