
স্টাফ রিপোটার : আজকের স্মার্ট শিক্ষার্থীরাই অদূর ভবিষ্যতে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। আজ রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটায় রাজশাহী মহানগরীতে অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চত্বরে ইদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, শ্রেণিকক্ষ থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটাই প্রকৃত শিক্ষা নয়, ক্যাম্পাস ও ইতিহাস থেকে যে শিক্ষা নেবে সেটাই প্রকৃত শিক্ষা। দেশে একটি মহল সবসময় ইতিহাস বিকৃতির পাঁয়তারা করছে। তোমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী হতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের একটি শ্রেষ্ঠ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে খালিদ মাহ্মুদ চৌধুরী...
Developed by BDITHOST